জুলফিকার আমীন সোহেল মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ৯ নেতা কর্মীকে পুলিশ
গ্রেফতার করেছে। নির্বাচনে নাশকতার জড়িত সন্দেহে পৌর কাউন্সিলরসহ উপজেলা বিএনপির ৯ নেতা কর্মী গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়।। পুলিশ রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.খলিলুর রহমান খোকন. সহ-সভাপতি আখম মাহবুবুল ইসলাম আকন, পৌর কাউন্সিলর বিএনপি নেতা সরোয়ার হোসেন সগীর. পৌর বিএনপির যুগ্ম সাধারণ জাকির হোসেন মল্লিক, বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রাকজ্জাক হাওলাদার, মো. ফারুক খান, আব্বাস খান ও লিটন শরীফ ।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন, গ্রেফতারকৃতরা আসন্ন নির্বাচনে নাশকতা ও আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পনা চালাচ্ছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল