জুলফিকার আমীন সোহেল মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ডা.রুস্তম আলী ফরাজীর (লাঙল) প্রতীকে সমর্থন জানিয়ে মুক্তিযোদ্ধারা সমাবেশ বরেছেন। আজ সোমবার দুপুরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের ছয় শতাধিক মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সমদস্য, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সদস্যরা অংশ নেন । সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার মো. বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজি, উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, আ‘লীগ সহ-সভাপতি মোঃ ফারুক উজ-জামান, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ‘লীগ সভাপতি আফজাল হোসেন, মুক্তিয়োদ্ধা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, মো. জালাল আহম্মেদ, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সভাপতি মিয়া মো. উারুক, সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম।সমাবেশে মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার মনোনীত মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির লাঙল প্রতীকে সমর্থন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী বাংলাদেশ গড়তে দেশের সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থীকেই মুক্তিযোদ্ধারা বিজয়ী করতে বদ্ধপরিকর।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল