এম খাইরুল ইসলাম পলাশ রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি বাস সড়কের পাশে ডোবায় পড়ে দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার আকসুর ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঝালকাঠি ও রাজাপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন। স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহি বাস বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. জলিল সিকদার জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ডোবায় বেশি পানি না থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। কি কারনে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। রাজাপুর স্বাস্থ কমপেক্সের চিকিৎসক শিব শংকর জানায়, আহতরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। এদের মধ্যে দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দূর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল