নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি:
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের জাপা মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবু তালহা নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি নারী ভোটারদের কর্মসংস্থান ও নিজ পায়ে দাড়ানোর আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন। অন্য প্রার্থীরা যেখানে হাটে
বাজারে ঘুরছেন সেখানে তিনি ঘুরছেন পাড়া মহল্লায়। বৃহস্পতিবার সকালে লালপুর
উপজেলার লালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নারীদের কর্মসংস্থান করার আশ্বাস দেন। এর আগে তিনি বুধবার সন্ধ্যার পর উপজেলার কদিমচিলান ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চল ধলা, দাইড়পাড়া, চাঁদপুর, হাজিরহাট, ভবানীপুর, কদিমচিলান, ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া গ্রামের নারী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি আপনাদের স্বাবলম্বী করে দেব। শিক্ষিত মা বোনদের কর্মসংস্থান করে দেব। নারীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবো। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাপা সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ,সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক রজব আলী প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল