সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে তাহিরপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাটি জামালগড় গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৮টায় নৌকা প্রতীকে নির্বাচনী পথসভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেতু বর্মনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা আওয়ামীলীগ সদস্য সেলিম আখঞ্জি, সমীর রায়, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক বিলাল আমিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, কবিন্দ্র চন্দ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ চৌধুরী, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, সায়েম তালুকদার, মনিনূর মিয়া, প্রতীক হাসান নবী প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল