June 22, 2025, 2:25 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

শেরপুর-১ আসনে নৌকার পক্ষে অনুসারীদের নিয়ে মাঠে নামলেন মনোনয়ন বঞ্চিত ছানু

মোশাররফ হোসেন, শেরপুর জেলা প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে অবশেষে মান-অভিমান ভুলে নৌকার পক্ষে অনুসারীদের নিয়ে মাঠে নেমেছেন মনোনয়নবঞ্চিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ গেইট থেকে নৌকার সমর্থনে গণসংযোগ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানুর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এখনও তাদেরকে নির্বাচনী কাজে ডাকা হয়নি। তাই কে ডাক দিলেন বা না দিলেন সে অপেক্ষায় না থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতাদের নির্দেশনায় নিজেদের অবস্থান থেকে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বলেন, অন্যান্য এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সাথে নিয়ে মনোনীত প্রার্থীরা কাজ করলেও এ আসনে শুরু থেকেই তার ব্যতিক্রম। তাই কেন্দ্রীয় নির্দেশনায় মান-অভিমান ভুলে জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নৌকার পক্ষে কাজ না করে বসে থাকার কোন সুযোগ নেই। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ তার অনুসারীদের নৌকার পক্ষে আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।পরে তারা প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী- সমর্থকদের নিয়ে শহরের তিনানী বাজার, নয়ানী বাজার, বুলবুল সড়ক, রঘুনাথবাজার ও খরমপুরসহ নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগ প্রার্থী, হুইপ আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে নৌকায় ভোট প্রার্থনা করেন। ওইসময় রাস্তার দু’পাশে থাকা লোকজন হাত নেড়ে তাদেরকে স্বাগত জানান। অনেকেই রাস্তায় নেমে শামিল হন গণসংযোগে। এর মধ্য দিয়ে এ আসনে থমকে থাকা শতশত দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষের সমর্থন গড়াল নৌকার পক্ষে। সেইসাথে নৌকার পালে যোগ হল ভিন্ন মাত্রা বা পালে লাগল নতুন হাওয়া। জানা যায়, এ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় নির্দেশনায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনোনয়নবঞ্চিত ছানুয়ার হোসেন ছানু। কিন্তু নির্বাচন উপলক্ষে সম্প্রতি জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যানসহ প্রভাবশালী ৫ নেতাকে না ডেকে তাদের ব্যতিরেকেই স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন কেন্দ্রীয় নেতারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডাঃ দীপুমনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেসবাউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক ও আহাম্মদ হোসেনের সাথে তাদের একাধিক দফায় মতবিনিময় হয় এবং তাদের নির্দেশনায় বুধবার রাতে শহরের খরমপুর এলাকায় অনুসারীদের নিয়ে এক মতবিনিময় সভায় তারা নিজেদের অবস্থান থেকে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর