মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের সিংড়া উপজেলায় ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
বুধবার (১৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলার আওকুড়ি ফেরিঘাট সংলগ্ন গরুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ওয়াসিম ওই উপজেলার নিংগুইন গ্রামের মো. ভোলার ছেলে।
র্যাব -৫, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়াসিম ওই এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা।
বুধবার সন্ধ্যা থেকে আওকুড়ি ফেরিঘাট সংলগ্ন গরুরহাট এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়।
এসময় তার শরীর তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে সিংড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।