বরিশালে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা থেকে গতকাল বুধবার সকাল নয়টায় ১০ হাজার নয়শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সালমান হোসেন ইমরান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ইমরান নগরীর আমিরকুটির এলাকার মতিয়ার রহমান হাওলাদারের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, নগরী থেকে মহাসড়ক দিয়ে গৌরনদীর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে আসার গোপন সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ মাহিলাড়া নামক এলাকায় চেকপোস্ট বসায়। সকাল নয়টার দিকে ইমরানের মোরটসাইকেল পথরোধ করে তল্লাশী চালিয়ে ১০ হাজার নয়শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ইমরানের বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।