January 13, 2025, 11:23 pm

সংবাদ শিরোনাম

কুলাউড়ায় মনু বাঁধ মেরামতের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

কুলাউড়ায় মনু বাঁধ মেরামতের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মনু বাঁধ মেরামতের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর স্মারকলিপি, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ কৃষক সমিতি আজ ১৫ নভেম্বর দূপুরে। দক্ষিনবাজারস্থ প্রাইম ব্যাংকের সম্মুখে পথ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালিক, কুলাউড়া পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান সিপিবির সাবেক সভাপতি আব্দুল লতিফ, কৃষক সমিতি কুলাউড়া উপজেলার কমিটির সভাপতি আব্দুল মালিক জিলা, কৃষক সমিতির সম্পাদক আব্দুল হান্নান, কৃষক নেতা আবিদ আলী, আহাদ, তারা মিয়া, ছাত্রইউনিয়ন নেতা ফজলুল হকসহ কুলাউড়া দক্ষিণাঞ্চলের মনু বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। বক্তারা বলেন- বলেন মনু বাঁধ মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড লুটপাট করার কারণে বছরে কয়েকবারই মেরামত করা বাঁধ বারবার ভেঙ্গে যায়। অবিলম্বে এ বাঁধ পুরোপুরি মেরামত না করলে এলাকাবাসীকে সাথে নিয়ে রাজপথে আরো বৃহত্তরকর্মসুচী ঘোষনা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর