June 12, 2025, 6:51 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

বরগুনায় তরুণীকে ধর্ষণের পর হত্যা, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

বরগুনায় তরুণীকে ধর্ষণের পর হত্যা, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক                        

 

বরগুনার পাথরঘাটা উপজেলায় তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেনপাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯) উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ (১৮) কলেজের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, চলতি বছরের ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয় ঘটনার পর থেকে হত্যাকাের রহস্য উদঘাটনের জন্য দীর্ঘ সময় ধরে তদন্ত করে পুলিশ পরে তথ্য পেয়ে শুক্রবার গভীর রাতে পাথরঘাটা কলেজের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ডিবি পুলিশ জাহাঙ্গীরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ রায়হানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় পরে গত রোববার বিকেলে তাদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয় এর আগে গত রোববার দুপুরের দিকে পাথরঘাটা কলেজ চত্বর থেকে কলেজ ছাত্রলীগ সভাপতি রুহি আনান দানিয়াল সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে গ্রেফতার করে ডিবি পুলিশ পুলিশ সুপার বিজয় বসাক আরো জানান, এখনও পর্যন্ত নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি তবে গত রোববার গ্রেফতারকৃত দানিয়াল এবং সাদ্দামকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি যেকোনো সময় তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হবে তাদের জিজ্ঞাসাবাদের পর তরুণীর পরিচয় পাওয়া যাবে বলে মনে করেন তিনি তবে মাহমুদ এবং রায়হান হত্যাকা সম্পৃক্ততার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান পুলিশ সুপার বিজয় বসাক পাথরঘাটা থানা ওসি এসএম জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত নৈশ প্রহরী জাহাঙ্গীর ছাত্রলীগ নেতা মাহমুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তিনি আরও বলেন, মাসের সাধনায় আজ একটি পর্যায়ে এসে পৌঁছেছি আশা করছি খুব শিগগিরই হত্যার রহস্য উন্মোচিত হবে এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত চার ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বলেন, গ্রেফতারের পর ওই চার নেতাকে নিয়ে বিগত কয়েকদিন ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা ছাত্রলীগের পরে গত রোববার রাতেই তাদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে একটি চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করেছে তবে দুপুর পর্যন্ত লিখিত চিঠি আমাদের কাছে এসে পৌঁছায়নি বহিষ্কৃতরা হলেনপাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯) উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ (১৮) ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পেছনের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয় পরে ওইদিনই পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা করা হয় (যার নম্বর১২/১৭)

 

Share Button

     এ জাতীয় আরো খবর