January 16, 2025, 6:16 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

সিংড়ায় দূর্বৃত্তদের ছেটানো বিষে ২০লক্ষ টাকার মাছ নিধন

সিংড়ায় দূর্বৃত্তদের ছেটানো বিষে ২০লক্ষ টাকার মাছ নিধন

মোঃ সালমান হোসাইন
নাটোরের সিংড়া উপজেলায় নাজমুল হুদা রিপন নামে এক মাছ চাষীর লিজ নেওয়া একটি পুকুরে বিষ ছিটিয়ে বিভিন্ন জাতের প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ফটিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের নৈশ প্রহরী লুৎফর রহমান জানান, রোববার (১২ নভেম্বর) ভোরে পুকুর পাড়ে তিনি কীটনাশকের একটি প্যাকেট দেখতে পান। এর কিছুক্ষণ পর থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠে। পরে তিনি পুকুরের মালিক নাজমুল হুদাকে ফোন করে বিষয়টি জানান।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী নাজমুল হুদা রিপন জানান, চলতি মৌসুমের বৈশাখ মাস থেকে সাত বছরের জন্য পুকুরটি স্থানীয় হাবিল-কাবিল উদ্দিনের কাছ থেকে তিনি লিজ নেন। এরপর তিনি ওই পুকুরে পাবদা, টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেন। তার ক্ষতি করার জন্য রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর