মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছে। গত ১১ নভেম্বর শনিবার রাতে কলেজ রোডে একটি চায়ের দোকানের সামনে তিনি সন্ত্রাসী হামালার শিকার হয়। আহত ছাত্রদল নেতা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোরর্শেদ ছালেহীন নাবিল বলে জানা গেছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল জানান, নাবিল রিক্সা যোগে বাসায় ফিরছিল। এসময় কলেজ রোডের একটি চা দোকানের সামনে পৌঁছালে ২ ব্যক্তি নাবিলেকে রিক্সা থেকে নামিয়ে দা দিয়ে উপর্যপুরি আঘাত করে।এতে নাবিলের হাত পায়ে মারাত্মক জখম হয়। রাতেই আহত নাবিলকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।