July 19, 2025, 11:10 pm

সংবাদ শিরোনাম
জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ গাইবান্ধা জেলা নিয়ে আর কোনো কনটেন্ট নয়: কনটেন্ট ক্রিয়েটর ইতিমনির ঘোষণা কুলাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ মরহুম মির্জা মোরাদুজ্জামান-এঁর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়_জেলা প্রশাসক আফরোজা রাজারহাটে বাড়িতে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন- জয়পুরহাটে যুবদলের দলের বিক্ষোভ মিছিল সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জের সন্তানকে ফেরত পেতে এবং মানব পাচারকারী চত্রুের বিরুদ্ধে শাস্তি দাবী করে মা হাসিনা বেগমের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মোটর সাইকেল কয়লা ও মদের চালান আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মোটর সাইকেল কয়লা ও মদের  চালান আটক

সিলেট প্রতিনিধি


সুনামগঞ্জ -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের টহল দল প্রথম বারের মত সীমান্ত থেকে রবিবার বিকেলে ভারতীয় চোরাই মোটরসাইকেলের একটি চালান আটক করেছে।’ একই দিন জেলার তাহিরপুরে পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও মদের চালান আটক করেছে বিজিবির টহল দল।’
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, সদর উপজেলার আশাউড়া বিওপির বিজিবির একটি টহল দল বিকেলে সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা নৈগাং এলাকা থেকে ৪টি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে।’ আটককৃত মোটর সাইকেলের চালানের মুল্য প্রায় ৭ লাখ টাকা।’
ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের অপর একটি সুত্র জানায়, জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল রবিবার সীমান্তের ওপার থেকে বালিয়াঘাটার লালঘাট এলাকা দিয়ে বিনা শুল্কে নিয়ে আসা বস্তা বোঝাই ৯৯২ কেজি কয়লা ও বালিয়াঘাট বিওপির অপর একটি টহল দল লাকমা এলাকা থেকে একই দিন ২ হাজার ৩২০ কেজি কয়লা, বীরেন্দ্রনগর বিওপির অপর আরেকটি টহল দল বাগলীছড়া থেকে ৪ হাজার ১১০ কেজি চোরাই কয়লার চালান আটক করেছে।’ অপরদিকে উপজেলার লাউড়েরগড় বিওপির টহল দল রবিবার বিকেলে মনাইপাড় নামক এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করেছে। বিজিবির দাবি আটককৃত কয়লা ও মদের চালানের মুল্য ১ লাখ ৬৮ হাজার ৪৫৬ টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর