September 14, 2024, 2:38 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মোটর সাইকেল কয়লা ও মদের চালান আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মোটর সাইকেল কয়লা ও মদের  চালান আটক

সিলেট প্রতিনিধি


সুনামগঞ্জ -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের টহল দল প্রথম বারের মত সীমান্ত থেকে রবিবার বিকেলে ভারতীয় চোরাই মোটরসাইকেলের একটি চালান আটক করেছে।’ একই দিন জেলার তাহিরপুরে পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও মদের চালান আটক করেছে বিজিবির টহল দল।’
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, সদর উপজেলার আশাউড়া বিওপির বিজিবির একটি টহল দল বিকেলে সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা নৈগাং এলাকা থেকে ৪টি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে।’ আটককৃত মোটর সাইকেলের চালানের মুল্য প্রায় ৭ লাখ টাকা।’
ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের অপর একটি সুত্র জানায়, জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল রবিবার সীমান্তের ওপার থেকে বালিয়াঘাটার লালঘাট এলাকা দিয়ে বিনা শুল্কে নিয়ে আসা বস্তা বোঝাই ৯৯২ কেজি কয়লা ও বালিয়াঘাট বিওপির অপর একটি টহল দল লাকমা এলাকা থেকে একই দিন ২ হাজার ৩২০ কেজি কয়লা, বীরেন্দ্রনগর বিওপির অপর আরেকটি টহল দল বাগলীছড়া থেকে ৪ হাজার ১১০ কেজি চোরাই কয়লার চালান আটক করেছে।’ অপরদিকে উপজেলার লাউড়েরগড় বিওপির টহল দল রবিবার বিকেলে মনাইপাড় নামক এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করেছে। বিজিবির দাবি আটককৃত কয়লা ও মদের চালানের মুল্য ১ লাখ ৬৮ হাজার ৪৫৬ টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর