গ্রাম আদালত সেবা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি
সাদুল্লাপুর প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত ০৯/১১/১৭ ইং তারিখে সকাল ১০টায় গ্রাম আদালত র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোলংবাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।আরও উপস্থিত ছিলেন মোলংবাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ, সচিব ,উদ্যক্তা, ইউপি সদস্য,দফাদার ও মহল্লাদার, সাদুল্লাপুর থানার গ্রাম আদালত পরিচালক মোছাঃ শামিমা আক্তার ও ৫নং ফরিদপুর ইউনিয়ন গ্রাম আদালতের পেসকার শ্রীমতি চঞ্চলা রানী। উক্ত অনুষ্ঠানে গ্রাম আদালতের মূল লক্ষ্য “স্বল্প খরচে সুবিচার ”এখানে এক টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মামলা গ্রহন করা হয়। উক্ত অনুষ্ঠানে গ্রাম আদালতের সুবিধা গ্রহন করার জন্য জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে র্যালি বের হয়।