July 15, 2025, 10:34 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর পৃথক স্থান থেকে ২ গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর পৃথক স্থান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক                            

 

রাজধানীতে পৃথক স্থান থেকে ফেন্সি আক্তার (২৫) রিতা আক্তার (২২) নামের দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে রামপুরা বনশ্রী থেকে ফেন্সির গত বৃহস্পতিবার রাতে দক্ষিণখান কাউলা এলাকার একটি বাসা থেকে লাশ ২টি উদ্ধার করা হয় মৃত ফেন্সির গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলার শ্যামপুর গ্রামে বর্তমানে বনশ্রী ব্লকের একটি বাসার নিচ তলায় স্বামী জহিরুল ইসলামের সঙ্গে থাকতেন তিনি রামপুরা থানার এসআই নয়ন চন্দ্র দেবনাথ জানান, বৃহস্পতিবার রাতে স্বামী জহিরুলের সঙ্গে ফেন্সির কথা কাটাকাটি হয় গতকাল শুক্রবার সকালে জহিরুল ঘুম থেকে উঠে রুমে ফেন্সিকে দেখতে পাননি এরপর তিনি বাসার বাথরুম ভেতর থেকে বন্ধ দেখতে পান অনেক ডাকাডাকির পরও না খুললে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন বাথরুমের ভেতরে ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেন্সিকে দেখতে পান সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে ফেন্সির লাশ উদ্ধার করে এদিকে দক্ষিণখান থানার এসআই কাওসার আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাউলা মধ্যপাড়া জমিদার বাড়ি এলাকার একটি বাসা থেকে রিতার লাশ উদ্ধার করা হয়েছে রিতা রংপুরের পীরগাছা উপজেলার গাবুড়ারচর গ্রামের আব্দুল মালেকের মেয়ে বর্তমানে কাউলার ওই বাসায় স্বামী সোহেব রানার সঙ্গে থাকতেন এসআই কাওসার জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রিতা রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

Share Button

     এ জাতীয় আরো খবর