ফেইসবুক ডেটিংয়ের পরিধি বাড়লো
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
কলোম্বিয়ার পর এবার কানাডা ও থাইল্যান্ডে চালু হচ্ছে ‘ফেইসবুক ডেটিং’।
চলতি বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে ফেইসবুকের ডেটিং সেবা। এবার নতুন ফিচার নিয়ে কানাডা ও থাইল্যান্ডে পরীক্ষা চালাবে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
ফেইসবুক ডেটিংয়ের নতুন ফিচারগুলোর মধ্যে একটি ‘সেকেন্ড লুক’। এই ফিচারের মাধ্যমে আগে ‘সোয়াইপ’ করে এড়িয়ে যাওয়া কাউকে পুনরায় দেখতে পারবেন গ্রাহক।
নতুন আরেকটি ফিচারের মাধ্যমে সঙ্গী খোঁজা থেকে বিরতি নিতে পারবেন গ্রাহক। কেউ ইতোমধ্যেই তার কাক্সিক্ষত ‘ডেট’ বা পছন্দের সঙ্গী পেয়ে গেলে বা অনলাইন ডেটিংয়ে বিরক্ত হয়ে কিছু সময়ের জন্য বিরতি নিতে চাইলে এই ফিচারটি তার জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, কানাডা ও থাইল্যান্ডে ডেটিং সেবার বিস্তার আপাতত সাইনআপের জন্য চালু করা হয়েছে। ফেইসবুক ডেটিংয়ে যথেষ্ট পরিমাণ গ্রাহক নিবন্ধন না করা পর্যন্ত অ্যাপটি পুরোপুরি চালু হবে না। ফলে নিবন্ধনের পর তাৎক্ষণিকভাবেই সঙ্গী খোঁজা শুরু করতে পারবেন না এই দুই দেশের গ্রাহকরা।
আপাতত ফেইসবুক অ্যাপের মধ্যেই রাখা হয়েছে ডেটিং সেবা। মেসেঞ্জার বা ফেইসবুক লোকালের মতো আলাদা অ্যাপ হিসেবে চালু করা হয়নি সেবাটি।