ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
চলতি বছর অক্টোবরে মার্কিন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এইচএসবিসি।
হ্যাকাররা অ্যাকাউন্টগুলো থেকে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টে থাকা অর্থের পরিমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও লেনদেনবিষয়ক তথ্য ও ব্যবহয়ারকারীর নাম, ঠিকানা ও জন্মতারিখের মতো তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে জানিয়েছে ব্যাংকটি।
মার্কিন গ্রাহকদের মধ্যে এক শতাংশেরও কম গ্রাহক আক্রান্ত হয়েছে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির, বিবিসি এমনটাই বুঝতে পেরেছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সম্ভাব্য আক্রান্ত ব্যবহারকারীদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে এইচএসবিসি। এক বিবৃতিতে ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, “এইচএসবিসি এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করছে, আর আমাদের গ্রাহকদের রক্ষা করতে আমরা খুবই গুরুত্বের সঙ্গে আমাদের দায়িত্ব নিয়েছি।”
এই অনলাইন অ্যাকাউন্টগুলো চলতি বছর ৪ থেকে ১৪ অক্টোবরের মধ্যে হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
হ্যাকাররা কী গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় এই আক্রমণ চালিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।