December 28, 2024, 11:04 pm

১০ হাজার স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট মুছে দিলো টুইটার

১০ হাজার স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট মুছে দিলো টুইটার

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

সামনের সপ্তাহে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে অংশ না নিতে মানুষকে উৎসাহিত দিয়ে বার্তা পোস্ট করছে এমন প্রায় ১০ হাজার স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার।

অধিকাংশ অ্যাকাউন্টই ডেমোক্রেট পক্ষের বেশে এসব বার্তা দিচ্ছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।

ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটি বা ডিসিসিসি-এর পক্ষ থেকে এ নিয়ে টুইটারকে সতর্ক করা হয়েছিল।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সম্পর্কে সামাজিক মাধ্যমে নেতিবাচক ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া বন্ধে দলটি ব্যর্থ হলে ডিসিসিসি গঠন করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, টুইটার বিশ্বাস করে মুছে ফেলা এই অ্যাকাউন্টগুলো যুক্তরাষ্ট্র থেকেই চালানো হচ্ছিল।

ভুয়া তথ্যের প্রচারণাগুলোকে শনাক্ত করতে ডিসিসিসি কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

চলতি বছর অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় একটি নতুন বিধান গ্রহন করা হয়। এতে নির্বাচনের সময় অঘোষিত বট ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এই বিধান ভোট প্রভাব রাখতে বট ব্যবহার অবৈধ করে দেবে।

Share Button

     এ জাতীয় আরো খবর