December 28, 2024, 8:41 pm

গেইম ওভার: চিরনিদ্রায় ‘আসল’ সুপার মারিও

গেইম ওভার: চিরনিদ্রায় ‘আসল’ সুপার মারিও

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় ভিডিও গেইম সুপার মারিও’র মূল চরিত্রটি যার নাম থেকে এসেছে সেই মারিও সিগেল মারা গেছেন ৮৪ বছর বয়সে। গেইমের মারিও চরিত্রটির নাম দেওয়া হয়েছে তার নাম থেকেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একজন সফল ভূমি ঠিকাদার ছিলেন সিগেল।

৮০ দশকে নিনটেনডো অফ আমেরিকা-কে একটি গুদামঘর ইজারা দেন তিনি। পরবর্তীতে নতুন ভিডিও গেইমের মূল চরিত্র তার নামে রাখার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি– খবর বিবিসি’র।

১৯৯৩ সালে সিয়াটল টাইমস-কে রসিকতা করে সিগেল বলেছিলেন, “আমি এখনও আমার রয়ালটি চেকের অপেক্ষায় রয়েছি।”

গেইমটির শুরুতে সুপার মারিও-কে ডাকা হতো ‘জাম্পম্যান’ নামে। পরবর্তীতে চরিত্রটিকে বাস্তব নাম দেওয়ার সিদ্ধান্ত নেয় নিনটেনডো।

সিগেল বলেন, নিনটেনডো অফ আমেরিকা প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন মিনোরু আরাকায়া। তার নামে গেইমের চরিত্রের নাম দেওয়া হয়েছে এটি সিগেলকে তিনিই প্রথম জানিয়েছেন।

স্ত্রী ডোনা ছাড়াও চার সন্তান ও নয়জন নাতি নাতনি রয়েছে মারিও সিগেলের।

মারিওকে প্রায়ই এযাবতকালের সবচেয়ে সফল ভিডিও গেইম ফ্র্যাঞ্চাইজ দাবি করা হয়।

গেইমটির সর্বশেষ সংস্করণ ‘সুপার মারিও ওডেসি’ নিনটেনডো সুইচ কনসোলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেইম। এ যাবৎ এক কোটি ২০ লাখ কপি বিক্রি হয়েছে গেইমটির।

Share Button

     এ জাতীয় আরো খবর