রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার এসআই শেখ জহিরুল হক বলেন, ভোরে কাওলা ফুটওভার ব্রীজের পাশের রাস্তায় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই শেখ জহিরুল হক।