January 17, 2025, 5:14 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতারের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় পৃথকভাবে দুই আসামিকে মোট ১৮ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) সৈয়দা হোসনে আরা এই রায় দিয়েছেন। দণ্ডিত দুই আসামি হলেন ওমর ফারুক ও শওকত হোসেন। গ্রেফতারের পর জামিনে গিয়ে দুই আসামি পলাতক আছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম। আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৮ জুলাই নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় দুই আসামি অপরাধ সংঘটনের জন্য ওঁৎ পেতে ছিল। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতারের জন্য গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে ৩টি ককটেল, একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ আটক করে। এই ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (এ) ও ১৯ (এফ) এবং বিস্ফোরক আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৪ সালের ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত দুই আসামিকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন। অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় প্রমাণ না হওয়ায় সাজা হয়নি। এছাড়া বিস্ফোরক আইনের ৩ ধারায় ৫ বছর এবং ৫ ধারায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর