মৌলভীবাজারে পৌর কাউন্সিলর স্বাগত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর বাসায় ঢুকে ধারালো অস্ত্র সন্ত্রসহ অতকিতভাবে সন্ত্রাসী হামলায় গুরুতর ভাবে আহত হয়েছেন ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ তিনজন। আজ ২২ সেপ্টেম্বর রাত ৮টা দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কে বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসীরা প্রথমে কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর হামলা চালিয়ে এলোপাতারী অস্ত্র সন্ত্র নিয়ে হামলা করে। এসময় কাউন্সিলর অজ্ঞান হয়ে পড়লে মেঝেতে পড়ে থাকতে দেখে সন্ত্রাসীরা মারা গেছে বুঝতে পারলে পালিয়ে যায় ও বাসার আসবাপত্র ভাংচুর করে। স্বাগত কিশোর দাস কাউন্সিলর ও অপর দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে স্বাগত কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।