পাকিস্তান টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান। কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে গত মঙ্গলবার বৃষ্টি আইনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ছয় রানে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত।
সিরিজ জিতলেও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পঞ্চম স্থানেই থেকে গেছে ভারত। তাদের রেটিং ১১৯। একই রেটিং থাকলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ স্থানে ইংল্যান্ড। ১২৪ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান।