December 28, 2024, 8:32 pm

স্পেসএক্স ৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে

স্পেসএক্স ৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

৫০ কোটি মার্কিন ডলারের ঋণ নিচ্ছে ইলন মাস্কের রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স।

মার্কিন বিনিয়োগকারী ব্যাংক গোল্ডম্যান স্যাক্স-এর মাধ্যমে এই ঋণ সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। স্পেসএক্স-কে ঋণ দিতে ইতোমধ্যেই সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলা শুরু করেছে গোল্ডম্যান স্যাক্স– খবর রয়টার্সের।

সম্প্রতি চাঁদের চারিদিকে ভ্রমণের জন্য প্রথম যাত্রী হিসেবে জাপানি বিলিয়নেয়ার ইউসাকু মাইজাওয়া’র নাম ঘোষণা করেছে স্পেসএক্স। এর কয়েক সপ্তাহ বাদেই ঋণ নেওয়ার বিষয়টি সামনে এলো।

অপেক্ষাকৃত কম খরচের পুনব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশ ভ্রমণ বাণিজ্যকে নতুন পর্যায়ে নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যেই সফলভাবে ৫০ বারের বেশি ফ্যালকন ৯ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স।

বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শত কোটি মার্কিন ডলারের চুক্তিও রয়েছে প্রতিষ্ঠানটির। নাসা এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও চুক্তি রয়েছে স্পেসএক্স-এর।

নাসা’র জন্য নিয়মিতভাবেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কার্গো সরবরাহ করে আসছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি।

ফ্যালকন ৯-এর পাশাপাশি বড় ফ্যালকন হেভি রকেট রয়েছে স্পেসএক্স-এর। আর কার্গো সরবরাহের জন্য রয়েছে ড্রাগন ক্যাপসিউল।

মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির।

ঋণের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি স্পেসএক্স বা গোল্ডম্যান স্যাক্স- কোনো প্রতিষ্ঠানই।

Share Button

     এ জাতীয় আরো খবর