December 28, 2024, 7:21 am

বিনিয়োগকারীরা জাকারবার্গকে চেয়ারম্যান চাননা

বিনিয়োগকারীরা জাকারবার্গকে চেয়ারম্যান চাননা

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে থেকে মার্ক জাকারবার্গকে সরানোর চেষ্টা করছে ফেইসবুকের বড় বিনিয়োগকারীরা, এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গ পরিচালনা পর্ষদে পুরো নিয়ন্ত্রণ রাখেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডেটা নিরাপত্তা লঙ্ঘনসহ নানা কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি।

জাকারবার্গকে এই পদ থেকে অব্যাহতি নিতে এর আগে আহ্বান জানিয়েছিল ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্ট। এবার এই আহ্বানে সাড়া দিয়েছেন নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্টিংগার-ও। তিনি বলেন, “এই ঝামেলা পাড়ি দিয়ে ফেইসবুককে সামনে আগাতে আর আমেরিকান ও বিনিয়োগকারীদের মধ্যে আবার আস্থা স্থাপন করতে পরিচালনা পর্ষদে একজন স্বাধীন চেয়ারম্যান প্রয়োজন।”

স্ট্রিংগার নিউ ইয়র্ক সিটির ১৬ হাজার কোটি ডলারের পেনশন তহবিলের দেখাশোনা করেন। ফেইসবুকে এই তহবিল ও আরও একাধিক সরকারি কর্মকর্তার বিনিয়োগ রয়েছে। তাদের মধ্যে ইলিনয়, রোড আইল্যান্ড ও পেনিসিলভানিয়া’র ট্রেজারারও রয়েছেন, তারাও এই দাবিতে একজোট হয়েছেন।

এ নিয়ে কোনো মন্তব্য করতে ফেইসবুকের এক মুখপাত্র অস্বীকৃতি প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

Share Button

     এ জাতীয় আরো খবর