December 28, 2024, 4:44 am

পীরগঞ্জে বিদ্যুৎতের উপর নির্ভরশীল না হওয়া পরিবেশ বান্ধব সোলার স্থাপন !

পীরগঞ্জে বিদ্যুৎতের উপর নির্ভরশীল না হওয়া পরিবেশ বান্ধব সোলার স্থাপন !
আব্দুল করিম সরকার পীরগঞ্জ রংপুর থেকে

রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎতের উপর নির্ভরশীল না হয়ে পরিবেশ বাদ্ধব সোলার স্থাপন করা হয়েছে। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর মৌজায় ইডকলের আর্থিক ও রহিম আফরোজের সহযোগিতায় ১০ কিলোহর্স এর সোলার পাম্প  স্থাপন করেছেন খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক ও কৃষক আতিকুর রহমান। তার নিজ জমিতে সর্ব প্রথম বিদ্যুৎ বিহীন সৌর চালিত সেচ পাম্প স্থাপন করেছেন। বিদ্যুতের সংযোগ ছাড়াই এবং ইঞ্জিন বা তেল ছাড়া ও শব্দ বিহীন অবস্থায় সৌর বিদ্যুতের সাহায্যে সেচ পাম্প সকাল হতে বিকাল পর্যন্ত একটানা পানি দিয়ে যাচ্ছে, ব্যবহার হচ্ছে না বিদ্যুৎ অথবা মূল্যবান ডিজেল, দূষিত হচ্ছে না বায়ু, আর এমনই একটি সেচ পাম্প বিনা খরচে চলছে প্রতিদিন। যা ২৫ বৎসর একটানা শুকনা মৌসুমে পানি দিয়ে যাবে বলে জানিয়েছেন। এ ব্যাপারে আতিকুর রহমান জানান  সৌর বিদ্যুৎ গভীর নলকুপ স্থাপনে খরচ হয়েছিল ২৬ লক্ষ টাকা তার মধ্যে সরকার ৫০% প্রেণোদনা করেছেন। এ পাম্পের অধীনে প্রায় ৩০ একর জমি সেচ সুবিধা এবং প্রায় শতাধিক কৃষক খুব অল্প মূল্য সেচ সুবিধা পায়। বিদ্যুৎ এর উপর নির্ভরশীল না হওয়ায় পরিবেশ বান্ধব হওয়ায় এলাকায় এটি খুব জনপ্রিয়তা লাভ করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর