কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে গত ৬ অক্টোবর মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা এবং খাদ্যপন্যের সাথে রাসায়নিক কেমিক্যাল ব্যবহার, বিএসটিআই থেকে লাইসেন্স না এনে বিএসটিআই এর সিল ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে ১০ নং রোড, ভানুগাছ বাজার, মেসার্স নিউ বনলতা ফুডসকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর উপায়ে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার বিভিন্ন অপরাধে মাধবপুর রোড, ফাস্ট টাইম বেকারীকে ৮ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এ সময় আরো বেশকিছু প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ভানুগাছ রেল স্টেশনেও তদারকি করা হয়। কোন দালাল কর্তৃক যাতে করে যাত্রিগন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে স্টেশন মাস্টার এবং দায়িত্বরত সকলকে বলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া ও কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।