এলজির পাঁচ ক্যামেরার স্মার্টফোন
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় পাঁচ ক্যামেরার এলজি ভি৪০ থিনকিউ স্মার্টফোনের ট্রেইলার দেখিয়েছে এলজি।
নতুন এই ডিভাইসটির পেছনে থাকছে তিনটি ক্যামেরা লেন্স, আর সামনে দুইটি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
ভি৪০ থিনকিউয়ের পাঁচ ক্যামেরা নিয়ে আগে থেকেই গুজব শোনা যাচ্ছিল। এবার ডিভাইসটির টিজার ট্রেইলারে বিষয়টি নিশ্চিত করেছে এলজি। ৩ অক্টোবর ডিভাইসটি উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
এলজির ঘোষণায় বলা হয়, আগের বছরের মডেলের চেয়ে কিছুটা বড় ৬.৪ ইঞ্চি পর্দা থাকবে ভি৪০ থিনকিউয়ে। লাল, নীল ও ধূসর রঙে আনা হবে নতুন এই ডিভাইসটি।
ট্রেইলারে দেখা গেছে ডিভাইসটির সামনে আগের ধারণা মতোই এজ-টু-এজ নচ পর্দা রাখা হয়েছে।
নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে কোয়াড ডিএসি (ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার) রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। আর ডিভাইসটির পেছনে রাখা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
গুগল অ্যাসিস্টেন্ট-এর জন্য আলাদা একটি বাটন থাকতে পারে। ডিভাইসটি নিয়ে সব তথ্য নিশ্চিত হওয়া যাবে ৩ অক্টোবরের উন্মোচন ইভেন্টে।