ডাকাতের বউয়ের চরিত্রে
ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। কখনো পুলিশ কর্মকর্তা কখনো অপরাধ জগতের বাসিন্দাসহ বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি অভিনয় করলেন ডাকাতের বউয়ের চরিত্রে। এশিয়ান টিভির ‘মগের মুল্লুক’ শীর্ষক একটি ধারাবাহিকে এমন চরিত্রে তাকে দেখা যাচ্ছে। ধারাবাহিকটিতে ছবির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মাজনুন মিজান। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।
চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং বলে জানান ছবি। ছবি বলেন, নাটকের নামটি শুনতে একটু অন্য রকম। তবে চরিত্রটিতে অনেক গভীরতা রয়েছে। গল্পে দেখা যাচ্ছে, দীর্ঘদিন আমি অপেক্ষায় থাকি, মিজানের অপেক্ষায়। ডাকাতি করতে গিয়ে একদিন সে ধরা পড়ে জেলে যায়। জেল থেকে ছাড়া পেয়ে সে আমার কাছে ফিরে আসে। তারপর গল্প অন্য দিকে মোড় নেয়। এ ধারাবাহিকটি ছাড়াও ছবির আরো দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। ধারাবাহিক দুটি হলো অরণ্য আনোয়ারের ‘বন্ধু বটে’, কায়সার আহমেদের ‘রূপালী
প্রান্তর’। এরমধ্যে ‘বন্ধু বটে’ ধারাবাহিকে ছবি একই চরিত্রে তিনটি রূপ দিচ্ছেন। এই ধারাবাহিকে তিনি কখনো ইংরেজিতে কথা বলছেন। কখনো শুদ্ধ বাংলায়। এ ছাড়া কোনো কারণে তিনি উত্তেজিত হয়ে পড়লে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়ও কথা বলছেন। অনেক মজার একটি নাটক
বলে জানান ছবি। এদিকে ছবি অভিনীত ‘নদী কাব্য’ শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমি। এই ছবিতে তিনি একজন জেলের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি নিয়ে ছবি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।