-
- সারাদেশে
- হাকিমপুর হিলিতে মাদক উদ্ধার ও দুই ব্যবসায়ী অাটক
- আপডেট সময় September, 12, 2018, 12:04 am
- 0 Views বার পড়া হয়েছে
হাকিমপুর হিলিতে মাদক উদ্ধার ও দুই ব্যবসায়ী অাটক
মোঃ আল ইমরান
দিনাজপুর জেলার হাকিমপুর থানার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ আবু সায়েম মহোদয়ের নির্দেশনায় ইং ০৯/০৯/১৮ তাং মাদক দ্রব্য উদ্ধার ও অবৈধ চোরাচালান উদ্ধার অভিযানে হাকিমপুর থানার অফিসার ইন চার্জ জনাব মোঃ আব্দুল হাকিম আজাদ এর নেতৃতে হাকিমপুর থানার এস আই হামিদুর রহমান এস আই মীর ফেরদৌস ওয়াহিদ এস আই আইয়ুব হামিদ সঙ্গীয় ফোর্স সহ থানার দেবখন্ডা ও দক্ষিন বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে
আসামী ১। মোঃ জনি (২৬) পিতা- মৃত ওমর উদ্দিন সাং- দেবখন্ডা থানা- হাকিমপুর জেলা- দিনাজপুর ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় ২। মোঃ মিন্টু সরকার (৪৯) পিতা- মৃত আমির উদ্দিন সাং- দক্ষিন বাসুদেবপুর থানা- হাকিমপুর জেলা- দিনাজপুর ১০০ পিচ CUPIGESIC ইনজেকশন সহ আটক করা হয়। অাসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পুর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।
এ জাতীয় আরো খবর