গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় বিক্রেতা বিহীন সততা ষ্টোর উদ্বোধন
মোঃ রুহুল আমিন

গতকাল বেলা ১১ ঘটিকায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম ও শিক্ষার্থীদের উপস্হিতে সততা ষ্টোর উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে বিক্রেতা বিহীন সততা ষ্টোর চালু করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নূরুল গনি।প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।উপজেলা দূনীতি কমিটির সাধারন সম্পাদক মোঃ সুমন
অন্যান্য অতিথির মাঝে বক্তব্য রাখেন,গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন হাজারী,ওমর ফারুক মিয়াজি, আবু মুছা কালোন ভূইয়া,ওমর ফারুক প্রমুখ।
উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নূরুল গনি জানান,শিক্ষা প্রতিষ্ঠানে স্হাপিত সততা ষ্টোরে কোনো বিক্রেতা থাকবেনা।শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরন ও অন্যান্য জিনিস পত্র সাধারন দোকানের মত এখানে সাজানো অবস্হায় থাকবে।প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টানানো থাকবে সেখানে। শিক্ষার্থীরা তারা প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা ষ্টোরে রেজিস্ট্রিতে তা লিপিবদ্ধ করে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। জিনিস পত্রের মূল্য পরিশোধের জন্য সততা ষ্টোরে একটি ক্যাশ বক্স রক্ষিত থাকবে।ওই বক্সে জিনিসপত্রের মূল্যের অর্থ রেখে দিতে হবে।প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সততা ষ্টোরের জিনিস পত্রের বেচা কিনা র হিসাব নিকাশ করবে।