পুলিশ হেফাজতে নেয়ার একদিন পর জামালপুরের দেওয়ানগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার:বিক্ষুব্দ জনতার থানা ঘেরাও
জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশ হেফাজতে নেয়ার একদিন পর রবিউল ইসলাম আপেল নামে এক যুবকের লাশ নদী থেকে উদ্ধার হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি গ্রামের টুনুর ছেলে অটোচালক রবিউল ইসলাম আপেলকে রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকা থেকে আটক করে দেওয়ানগঞ্জ থানার এ এস আই মোশারফ ও এ এসআই মাসুদের নেতৃত্বে টহল পুলিশ দল। পরে তার পরিবারকে জানানো হয় আপেল পুলিশকে ফাঁকি দিয়ে নিজের অটোটি রেখে নদীতে ঝাপ দিয়েছে। রাতে ‘নিখোঁজ’র পর সোমবার সকালে পুলিশ নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরী নামিয়ে আপেলের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর বিক্ষুব্দ এলাকাবাসী দেওয়ানগঞ্জ থানা ঘেরাও করে দোষী পুলিশের শাস্তির দাবি জানান। এসময় বেশকিছু দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। আপেলের পিতা টুনুসহ এলাকাবাসীর অভিযোগ পুলিশের দাবি অনুযায়ী টাকা না দেয়ায় নির্যাতন করে আপেলকে হত্যার পর তার লাশ নদীতে ফেলে পুলিশ নিখোঁজের নাটক সাজিয়েছে। অবশ্য পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন নিহত আপেল মাদকসেবী। আপেলের নামে দেওয়ানগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে।