রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত একটি ঔষধ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (১১/০৯/২০১৮) দুপুরের দিকে কেমিকো ঔষধ কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান,ঔষধ কারখানার জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে এই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকরা বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। আগুনে জেনারেটর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের ত্রুটি থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।