চট্টগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে সবজি বিক্রেতা আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্কুল শিক্ষকরা। গতকাল সোমবার দুপুরে ইপিজেড থানার নিউমুরিং এলাকায় লোকটিতে আটক করে পুলিশে দেওয়া হয়। গ্রেফতার কালাম মোল্লা (৪০) নিউমুরিং এলাকায় সবজি বিক্রি করেন। ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, কালামের মেয়ে ও ঘটনার শিকার মেয়েটি নিউমুরিং এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। দুই জন বান্ধবী হওয়ার সুবাদে প্রায় তারা বাসায় যাতায়াত করত। কালামের স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন জানিয়ে তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর কালাম ঘটনার শিকার মেয়েটিকে তার বাসায় নিয়ে গিয়ে নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে তার বান্ধবী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার বাসা থেকে পালিয়ে চলে যায়। পুলিশ কর্মকর্তা নুরুল হুদা বলেন, মেয়েটি বাসায় গিয়ে পরিবারের কাউকে জানায়নি। গতকাল সোমবার সকালে স্কুলে গিয়ে সহপাঠী ও শিক্ষককে বিষয়টি জানলে তারা গিয়ে কালামকে ধরে স্কুলে নিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে আমরা কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এই ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে মামলা করার প্রস্তুতি চলছে।