November 11, 2025, 5:38 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

জামালপুরে পুলিশের হাতে আটকের পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

জামালপুরে পুলিশের হাতে আটকের পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজতে নেওয়ার সাড়ে ১৪ ঘণ্টা পর রবিউল ইসলাম আপেল (২৫) নামের এক যুবকের লাশ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দেওয়ানগঞ্জ থানার সামনের নদ থেকে আপেলের লাশ উদ্ধার করে। নিহত আপেল দেওয়ানগঞ্জের ডালবাড়ি গ্রামের টুনুর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আপেলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকা থেকে আপেলকে আটক করে দেওয়ানগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ ও এএসআই মাসুদের নেতৃত্বে টহল পুলিশ দল। পরে পরিবারের সদস্যদের জানানো হয়, আপেল পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সোমাবর সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদের নদীতে নামায়। বেলা ১১টার দিকে ডুবুরিরা নদী থেকে আপেলের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর আপেলের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জ থানা ঘেরাও করে দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানায়। এ সময় বেশকিছু দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরে দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান লাশ ময়নাতদন্ত, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সাড়ে ১২টার দিকে চলে যায়। আপেলের স্ত্রী সোহাগী বেগম অভিযোগ করেছেন, আটকের পর পুলিশের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তারা নির্যাতন করে আপেলকে হত্যা করে। এরপর তাঁর লাশ নদীতে ফেলে নিখোঁজের নাটক সাজিয়েছে। অবশ্য পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন, নিহত আপেল মাদকসেবী। তাঁর নামে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গত রোববার রাতে তাঁকে আটক করে থানায় নিয়ে আসার পর পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে থানার সামনে নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন এই কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর