জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৪
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।
ওই ভূমিকম্পে আরও ৬৬০ জন আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত বৃহস্পতিবার ভোররাতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশটির হোক্কাইডো দ্বীপ সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। দ্বীপটির সঙ্গে দেশের বাকি অংশের ট্রেন ও বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রায় পুরো দ্বীপ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।
ভূমিধসে বহু ঘরবাড়ি চাপা পড়ে এবং রোববারের বৃষ্টির পর আরও ভূমিধসের শঙ্কা দেখা দেয়। ত্রাণ শিবিরগুলোতে এখনো প্রায় আড়াই হাজার লোক আশ্রয় নিয়ে আছে।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, সেল্ফ ডিফেন্স ফোর্সেস, পুলিশ, দমকল কর্মী ও অন্যান্যের নিয়ে গঠিত প্রায় ৪০ হাজার জনের একটি টিম ধ্বংসস্তূপ ও জঞ্জাল পরিষ্কারে কাজ করছে।
ওই এলাকার আর কোনো বাসিন্দা নিখোঁজ নেই বলে জানিয়েছেন তিনি।
হোক্কাইডোর প্রায় সব ব্যবহারকারীর বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে বলে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী হিরোশিগে সেকো।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে হোক্কাইডোর ব্যবসায়ী ও ৫৩ লাখ বাসিন্দাকে ২০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।