জামালপুর জেলার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২ জন
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর থানা পুলিশের অভিযানে মাদক ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান এর নির্দেশে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, রবিবার গভীর রাতে অভিযানে গোয়ালের চর ইউনিয়নে সভার চর গ্রামের বাদশা মিয়ার পুত্র ওয়ারেন্টভূক্ত আসামী বিয়ে পাগল মোঃ মমতাজ আলী (৪২) এবং পৌর শহরের টংগের আগলা গ্রামের শাহা আলীর পুত্র আসাদ আলী শিয়ালু (৪০) কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৭পিছ ইয়াবা উদ্ধার করা হয়। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, ওয়ারেন্টভূক্ত আসামী ও আরেকজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় আদালত প্রেরণ করা হয়েছে।