জামালপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুর প্রতিনিধি

জামালপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১।
র্যাব জামালপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল প্রতারক চক্রের মূলহোতা রনরামপুর গ্রামের মো: আব্দুল লতিফের পুত্র মোঃ ওবাইদুর রহমান (৩৮) কে ব্যাবের অভিযানে পলায়নরত অবস্থায় ঢাকার তেজগাঁও থানার পূর্ব তেজতুরি পাড়া হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ওবাইদুর রহমানের দেওয়া তথ্য মতে রবিবার জামালপুর সদরের চিকারপাড় ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভাড়ালিয়া গ্রামের মৃত সফর উদ্দিনের পুত্র মোঃ সুরুজ আলী (৪৫), জামগড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০) কে ১শ পিছ ইয়াবা ট্যাবলেট এবং তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমানিক ৩০হাজার টাকা এবং গাঁজার মূল্য অনুমানিক ২৪হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।