মাগুরাঘোনা ইউনিয়নে ১০ টাকা মুল্যের চাউল বিতরণ : গরিবের মুখে হাসির রেখা
পলাশ কান্তি মণ্ডল, ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০টাকা মূল্যের ৩০কেজি করে চাউল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় আঁঠারমাইল বাজারের পাইকগাছা রোডের বাসষ্টান্ড চত্ত্বরে চাউল বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন।
তিনি জানান, এই এলাকার হতদরিদ্রের পরিবারের সামান্য রোজগার দিয়ে খোলা বাজার থেকে চাউল কিনে সংসার চালানো অনেকের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। সরকার নির্ধারিত এই ১০ টাকা মূল্যের চাউল পেয়ে সেই সব পরিবারের মূখে ফুটেছে হাসির রেখা। তারা সরকারের এই উদ্যোগের জন্য জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানায়।।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রাসিউল ইসলাম, ডিলার মোঃ আবু হাসান, আওয়ামীলীগ নেতা সুরঞ্জন ঘোষ, শেখ হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, আব্দুল হালিম রাজু, সরদার আব্দুল হালিম, আফসার জোয়াদ্দার, করিম গাজী, মিলন রায় প্রমুখ।