November 11, 2025, 5:29 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

রাজনগরে অপরাধীরা মাদকসেবী ও গরুচোর সাজালো এক যুবককে

রাজনগরে অপরাধীরা মাদকসেবী ও গরুচোর সাজালো এক যুবককে
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

রাজনগরে অপরাধীরা গরুচোর ও মাদকসেবী সাজিয়েছে নিরপরাধ এক যুবককে। ওই যুবক উপজেলার মনসুরনগর ইউনিয়নস্থিত পরচক্র গ্রামের দিনমজুর আজাদ মিয়ার পুত্র রাজিব মিয়া। জানা গেছে- গত ১ সেপ্টেম্বার রাতে পরচক্র গ্রামের এশ্বাদ মিয়া একই গ্রামের আজাদ মিয়ার পুত্র রাজিব মিয়াকে বাড়ী থেকে ডেকে নিয়ে টেংরাবাজারে যায়। সেখানে আগে থেকে অপেক্ষমান রুয়েল মিয়া, আবু মিয়া ও তার সহযোগীরা অকস্মাৎ রাজীবের উপর চড়াও হয়ে বেধড়ক মারধোর করে প্রায় অচেতন অবস্থায় ফেলে রাখে। এরপর গরুচোর ও মাদকসেবীকে আটক করা হয়েছে মর্মে রাজনগর থানার এসআই বিণয় ভূষন চক্রবর্ত্তীকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় অচেতন অবস্থায় রাজিবকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে আসেন এবং ব্যক্তিগত সুবিধার বিনিময়ে এলাকার এশ্বাদ মিয়া, রুয়েল মিয়া, জহুর, মসকন, বাবুল মিয়া, আবু মিয়া, ছুফিয়ান ও তাদের সহযোগীদের কথামত রাজিবকে ‘গরুচোর চক্রের সক্রিয় সদস্য, রাজনগর থানাসহ জেলার অন্যান্য থানা এলাকায় গরুচুরি করে থাকে, রাজনগর থানার ২১নং মামলার গরুচুরির ঘটনার সাথে জড়িত, রাতের আধারে নেশাজাতীয় দ্রব্যাদি সেবন করে অহেতুক ঘুরাফেরা ও বিভিন্ন সময় এলাকায় চুরি-চামাড়ি করে আসছে, মর্মে অভিযুক্ত করে পরদিন ২ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করেন। সরেজমিন ঘটনাস্থল টেংরাবাজার ও পরচক্র গ্রাম ঘুরে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা গেছে- রাজিবের বিরুদ্ধে এসআই বিণয় ভূষন চক্রবর্ত্তী যেসব অভিযোগ উল্লেখ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এসআই বিণয় ভূষন চক্রবর্ত্তী ব্যক্তিগত সুবিধার বিনিময়ে এশ্বাদ, রুয়েল ও তাদের সহযোগীদের দ্বারা প্রভাবিত হয়ে এসব অভিযোগ উল্লেখ করেছেন। রাজিবের বিরুদ্ধে তার নিজ গ্রাম পরচক্র বা অন্য কোথায় এধরণের কোন অভিযোগ নেই। থানায়ও তার বিরুদ্ধে এ ধরণের কোন মামলা নেই। ১৯ আগষ্ট ২০১৬ সালে গ্রামের আব্দুল মন্নানের মেয়ে রেফা বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টাকালে রাজিবদের বসতঘর থেকে রুয়েলকে আটক, পুলিশে সোপর্দ ও মামলার জের হিসাবে রুয়েলের চক্রান্তে এশ্বাদ ও তার সহযোগীরা পুলিশকে ম্যানেজ করে এ ঘটনা সাজিয়েছে। রাজিবের পিতা আজাদ মিয়াসহ এলাকার লোকজন এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসআই বিণয় ভূষন চক্রবর্ত্তী, রুয়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর