জগন্নাথপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্টিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
সভায় জগন্নাথপুর উপজেলার নিবার্হী অফিসার মো.মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার তদন্ত ওসি আশরাফুল আলম,জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা: মধু সূধন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফারজানা আক্তার, পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া,জগন্নাথপুর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন,ইকড়ছই মাদ্রাসার শিক্ষক সাইফুল রহমান রিপন, জগন্নাথপুর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চত্রুবর্তী, উপজেলার একাডেমিক প্রধান অরুপ সরকার সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।