ওসমানীনগরে অস্ত্রসহ শিবির নেতা আটক
বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সুলতান আহমদকে (২৩) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।সে উপজেলার দয়ামীর ইউনিয়নের ইছামতি গ্রামের ওমর আলীর পুত্র। রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ভারতীয় রিভলবার ও দু’টি রামদাসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ ও ওসি (তদন্ত) এসএম মাঈনুদ্দিনের নেতৃত্বে¡ একদল পুলিশ উক্ত শিবির নেতার বাড়িতে অভিযান চালায়।এসময় শিবির নেতাকে আটক এবং তার শোবারঘরের তোষকের নিচ থেকে একটি ভারতীয় রিভলবার ও লেপের নিচ থেকে দুটি লম্বা রামদা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই গৌতম সরকার বাদী হয়ে ওসমানীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা (নং-০৫) দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন,সুলতানকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।