জামালপুর সন্ত্রাসীদের হুমকীর মুখে বাড়ি ছাড়া নরুন্দির এক নিরিহ পরিবার
জামালপুর প্রতিনিধি

সন্ত্রাসীদের হুমকীর মুখে জামালপুরের নরুন্দি এলাকার একটি নিরিহ পরিবার বসত বাড়িতে ফিরতে পারছেনা। সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের শিকার ওই পরিবারের পক্ষে গতকাল রোববার জামালপুর দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের হয়েছে।জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুর সদরের পূর্বাঞ্চলের চিহ্নিত সন্ত্রাসী কালুর নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ১ সেপ্টেম্বর নরুন্দি ইউনিয়নের নলকুড়ি পূর্বপাড়া গ্রামের নিরিহ সিরাজুল ইসলামের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির ৬টি বসতঘরসহ মালামাল তছনছ করে পুকুরে ফেলে দেয়। সন্ত্রাসীদের হামলায় নাজমুল মিয়া, আলামিন হোসেনসহ ৪ জন আহত হয়। সন্ত্রাসীরা সিরাজুল ইসলামের স্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে কাপড় চোপড় ছিড়ে ফেলে। এই ঘটনার পর থেকে নিরিহ সিরাজুল ইসলাম তার পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বাস করছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকীর মুখে তারা বাড়ি ফিরতে পারছেনা। এ অবস্থায় রোববার সিরাজুল ইসলাম বাদী হয়ে জামালপুর বিজ্ঞ আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আদেশের জন্য রেখেছেন।