বালাগঞ্জে রিক্সাচালকের বিষপানে আত্মহত্যা
লিপন দেব বালাগঞ্জ প্রতিনিধি
গতকাল শনিবার দুপুরে বালাগঞ্জ নবীনগরে রিক্সাচালক শিরুমিয়া ফিরু (৪৫) নামে একজন বিষপানে আত্মহত্যা করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন জানান নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার খান বাহাদুরের ছেলে।তার স্ত্রী ও ছেলের উপর অভিমান করে এ আত্ম হত্যা করেছে বলে জানা যায়।লাশটি হিমাগারে রয়েছে।সে নবীনগরে আজাদ মিয়ার কলোনীতে বসবাস করতো।এব্যাপারে ইউডি মামলা নেওয়া হবে।