November 11, 2025, 4:55 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

বোয়ালিয়া থানা পুলিশের অনিয়মের অভিযোগ !

বোয়ালিয়া থানা পুলিশের অনিয়মের অভিযোগ !
রাজশাহী প্রতিনিধি


সম্প্রতি নগরীর বোয়ালিয়া মডেল থানায় দাখিলকৃত প্রতারণাও আত্মসাতের একটি মামলায় ধৃত রিকোভারী আসামি ছেড়ে দেয়ার দায় এড়াতে জব্দ তালিকা ছাড়াই মামলা রুজু করে তা আদালতে প্রেরণের চমকপ্রদ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে বোয়ালিয়া পুলিশের এস আই মোস্তফার বিরুদ্ধে। এজাহারকারী মাকসুদ মিনু ঢাকা স্থানীয় প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি।
এজাহার সূত্রে জানা গেছে, গত ০৩/০৮/২০১৮ ইং তারিখে বাদী বোয়ালিয়া মডেল থানায় নগরীর সিরোইল (মোল্লামিল) এলাকার আঃ মান্নানের ছেলে মশিউর ওরফে রুবেল (৩৫) এর বিরুদ্ধে বাদীর নিজ ব্যবহৃত একটি মোটর সাইকেল (সি.জি-১২৫ রেজি: নং নাটোর-হ-০২-০০৩১, প্রস্তুতকারী জাপান) প্রতারণাও আত্মাসাতের এজাহার দাখিল করে। এজাহারটি ওসির নির্দেশক্রমে এস আই মোস্তফার উপর তদন্তভার ন্যস্ত হয়।
বাদীর অভিযোগ, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা শুরু থেকেই তদন্তে গাফলতি অবহেলায় কালক্ষেপণ শেষে সরেজমিনে উক্ত ঘটনার সত্যতা প্রমাণসহ বিবাদীর বিরুদ্ধে অন্যান্য আরও একাধিক প্রতারণার তথ্য পায় এবং ওসি কে তা নিশ্চিত করে। কিন্তু দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বিবাদী কে সাদরে গাড়ীটি থানায় হাজির করার নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্মকর্তা।
দীর্ঘ সময়ের ব্যবধানে বিবাদী তদন্ত কর্মকর্তার দু’দফা সময় সুযোগ ও নির্দেশ অমান্য করে অবৈধ পন্থায় গাড়ীটি বিক্রয় করে দেয়। বাদীর এমন তথ্যে ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাকে মামলা রুজুমূলে বিবাদীকে দ্রুত গ্রফতার ও মোটর সাইকেলটি উদ্ধারের নির্দেশ দিলেও এস আই মোস্তফা তা না করে বারবার বাদীকেই গাড়ীটি খুঁজে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়ে অনেক হয়রানী করে।
এমতাবস্থায় গত ৩০/০৮/২০১৮ ইং তারিখ রাত্রী আনুমানিক ১১.৩০ মি. ঘটিকায় বিবাদী কর্তৃক প্রতারণার শিকার অপর একজন ভুক্তভোগী ও বাদীর সহযোগিতায় নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে এস আই মোস্তফা প্রতারক রুবেলকে গ্রেফতার করে ও তার তথ্যমতে জনৈক ক্রেতার নিকট হতে কাগজপত্রসহ গাড়ি উদ্ধার করে থানায় আনলেও আলুপট্টি মোড়েই দু’জন তদবীরকারীর মারফত অজ্ঞাত কারণে অভিযুক্ত রুবেলকে পিকআপ ভ্যান থেকে ছেড়ে দেওয়া হয় এবং বাদীকে সেখানে ডেকে মাল (টাকা) রেডি করে কাল থানা থেকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বলা হয়।
এ অনৈতিক দাবি পূরণে সাড়া না দেওয়ায় বাদীকে দু’দিন থানায় ডেকে অহেতুক হয়রানি করে এস আই মোস্তফা। বাদী কারণ জানতে চাইলে সে উত্তেজিত হয়ে জব্দ তালিকা করে গাড়ীটি থানায় পঁচিয়ে ফেলার হুমকি দেয়। তখন বাদী আসামি ছেড়ে দেয়ার কথা উল্লেখ করলে সে আবারো উত্তেজিত হয়ে বাদীকে টানা-হেঁচড়া করে। বাদী এসব বিষয়ে তৎক্ষণাৎ ওসি কে অবহিত করলে তিনি এস আই মোস্তফাকে ডেকে নতুন এজাহার ও মামলা রুজুমূলে আসামিকে আবারো গ্রেফতার এবং জব্দ তালিকা তৈরির নির্দেশ সহ বাদীকে কোর্ট মারফত গাড়িটি বুঝে নেয়ার পরামর্শ দেন। কিন্তু বাদী এটা বুঝতে পেরে হয়রানির ভেবে থানা ত্যাগ করে।
পরে এ বিষয়ে স্থানীয় সংবাদ পত্রের জনৈক সাংবাদিক কোন মারফত থানায় যোগাযোগ করায় ঘটনাটি উভয় সংকটে মোড় নেয় ও নতুন এজাহার দাখিলে বাদীর উপর চাপ আসে। বাদীর সাড়া না পেয়ে মূল এজাহারটিতে উল্লেখিত ০৩/০৮/২০১৮ ইং এর পরিবর্তে ওভার রাইটিং করে ০৩/০৯/২০১৮ ইং তারিখ দেখিয়ে ও রিকোভারী আসামি ছেড়ে দেয়ার দায় এড়াতে জব্দ তালিকা ছাড়াই মামলা রুজু করে তা কোর্টে প্রেরণ করে এস আই মোস্তফা। (মামলা নং-১২, জিআর নং-৭৭৬/১৮) অথচ উদ্ধারকৃত গাড়িটি থানা হেফাজতেই রয়েছে। এস আই মোস্তফা কর্তৃক হয়রানি অশ্লীলতা ও আইনের পরিপন্থি এ সকল অপকর্মে তার বিরুদ্ধে উর্দ্ধতন মহলে অভিযোগ করবে বলে জানায় এজাহারকারী।

Share Button

     এ জাতীয় আরো খবর