গাইবান্ধায় জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা
গইিবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা রোববার কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সংগঠনের জেলা সভাপতি আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র মোদক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাবেক শ্রমিক নেতা মকবুল হোসেন, জামিলুর রহমান, আজাহার হোসেন, আবু হোসেন, জেলা সুপার ভাইজার সমিতির সভাপতি আশরাফুল আলম দুলাল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জেলা ড্রাইভার সমিতির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৯ জন শ্রমিককে এককালিন ২০ হাজার টাকা করে মোট ৯ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।