June 13, 2025, 10:40 pm

সংবাদ শিরোনাম
ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১ ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু আছে জরুরি প্রসব সেবা কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই–সর্বস্বান্ত পরিবার ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

বিন লাদেনের ব্যক্তিগত সাড়ে ৪ লাখ নথি প্রকাশ

বিন লাদেনের ব্যক্তিগত সাড়ে ৪ লাখ নথি প্রকাশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গোয়েন্দা সংস্থা সিআইএ আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের জব্দকৃত আরও প্রায় ৪ লাখ ৭০ হাজার নথি মার্কিন বাহিনীর হাতে প্রকাশ করেছে । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাবটাবাদে লাদেনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই নথিগুলো জব্দ করা হয়। এর আগে ৩ ধাপে নথিগুলোর অংশবিশেষ প্রকাশ করা হয়েছে। নতুন প্রকাশিত এই নথিগুলোর মধ্যে লাদেনের ব্যক্তিগত ডায়েরি, অডিও-ভিডিও ফাইল রয়েছে। একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বিয়ের সময় তার ছেলে হামজাকে একজন প্রাপ্ত বয়স্ক হিসেবে প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে। আগেও বিন লাদেনের জব্দকৃত নথি প্রকাশ করা হয়েছে। এবার চতুর্থ ধাপে নতুন নথিগুলো প্রকাশ করা হলো। সিআইএ’র পরিচালক মার্ক পম্পিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জব্দকৃত আল-কায়েদার চিঠি, লাদেনের ব্যক্তিগত ডায়েরি এবং অডিও-ভিডিও সন্ত্রাসীদের কাজকর্ম সম্পর্কে মার্কিনিদের আরও নিবিড় পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি করেছে। প্রকাশিত নথিগুলোতে আল-কায়েদা এবং আইএস (ইসলামিক স্টেট গ্রুপ) এর অভ্যন্তরীণ সম্পর্কের ফাটলের বিষয়টি দেখানো হয়েছে। এ ছাড়া আল-কায়েদার বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর মধ্যে পদ্ধতিগত, মতাদর্শিক এবং ধর্মীয় বিরোধ উঠে এসেছে।

গত বুধবার প্রকাশিত নথিগুলোতে ‘আরব বসন্ত’ দমনের পাশাপাশি নিজেদের বিকল্প সংবাদমাধ্যম তৈরি এবং সেখানে তৎপরতা বাড়াতে সন্ত্রাসীদেরনানা প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। এদিকে জাতীয় নিরাপত্তার কথা বলে বেশকিছু নথি গোপন রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা।

Share Button

     এ জাতীয় আরো খবর