মোঃ আলমগীর হোসেন, খুলনা প্রতিনিধি
নগরীর খালিশপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের নগর কমিটির সহ সভাপতি রকি পাটোয়ারীকে (৩৫) কুপিয় জখম করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জেরধরে সোমবার রাত সোয়া ৮ টায় খালিশপুর নিউ মার্কের এলাকার বাবু ও মাফিসহ ৪/৫ জন সন্ত্রাসী রকির বাড়ির সামনে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন রকি উদ্ধার করে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাউজিং পুরাতন কলোনীর আর লাইনের নিজ বাড়ি থেকে বের হয়ে মসজিদের সামনে গেলে সেখানে মার্কেট বাবুর নেতৃত্বে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৪/৫ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রকিকে কুপিয়ে জখম করে। রক্ত্যাক্ত অবস্থায় রকিকে খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সহযোগিতায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।