সংঘাতের পথ ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: সরকারকে ফখরুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আমরা সমঝোতার রাস্তা রাখতে চাই। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা গণতন্ত্রের ওপর, মানবতার বিরুদ্ধে হামলা। আমরা সরকারকে আহ্বান জানাই, সংঘাতের পথ ছেড়ে দিয়ে, আগামি নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে, সে ব্যবস্থা করুন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোহিঙ্গাদের ত্রাণসহ অন্য সব ব্যবস্থার ক্ষেত্রে বিএনপির সাধ্য অনুযায়ী যে দায়িত্ব, সে দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের যে দায়িত্ব, তা যথেষ্ট নয়। ফেনীতে পৌঁছানোর পরে হামলা, আগের রাত পর্যন্ত প্রশাসনের সঙ্গে কথা বলা হয়; কিন্তু বিএনপি ত্রাণ দিতে গেলে বাধা, সেই ফেরার পথে মহীপালে আবারও হামলা। এটা দিয়ে এটা বোঝা যায় যে, অত্যন্ত পরিকল্পিত একটা হামলা। আমরা বারবার করে প্রশাসনকে বলেছি যে এটা ঘটেছে, এটা দেখুন; কিন্তু আওয়ামী লীগের নেতারা তারা উল্টো বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। এবং যার ফলে আরো হামলা করা হয়েছে। তারা বুঝে গেছে যে, উই উড বি ডিফেন্ডেড আমাদের গ্রেফতার করা হবে না। এজন্য তারা আবারও হামলা করেছে, প্রথমবার ককটেল ছিল না, পরেরবার তারা ককটেল মেরেছে। তাদের কাউকেই গ্রেফতার করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই। এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি। আমরা ধরে নিতে পারি, তারাই এ হামলা চালিয়েছে। যদিও পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে ম্যাডাম জিয়ার নিরাপদে যাতায়াতের জন্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।