কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী পীরপাড়া গ্রামে শরিফোন বেগম(৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ তার শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। কিশোরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ বজলুর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরেই ঘটনা ঘটেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছে। মামলা নং ৮/১৭। এদিকে, নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট নামক স্থানে নাঈম (১২) নামে এক স্কুল ছাত্র ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা গেছে। এ দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুরের দিকে। নিহত নাঈম কাজীরহাট বাজারের হোটেল মালিক রমজান আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাঈম হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের চালকের আসনে বসে ভ্যানটি চালাতে থাকে। এতে ভ্যানটি সড়কের মাঝখানে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নাঈম মারা যায়। নাঈম স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেন।